অবিরাম সন্ধানে-পর্ব ২
অবিরাম সন্ধানে-পর্ব ২
বিধবা উম্মে যিন্নীরাহকে তার মাসিক সাহায্যের অর্থকড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন আবুবকর। বেশ আত্মবিশ্বাসী পদক্ষেপে হাঁটছেন তিনি। অভিজাত ব্যবসায়ী আবু কুহাফার ছেলে। ইতিহাস বিশেষজ্ঞ, নিজেও এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী , সুদর্শন।
উকবার বাড়ির পাশ দিয়ে যেতেই মদের আসরের সবাই আগ্রহভরে সমস্বরে আহ্বান করে এই প্রভাবশালী যুবককে। পায়ে পায়ে এগিয়ে যান সেদিকে আবুবকর, খুব অবাক হয়ে তাকিয়ে থাকে কেউ কেউ, কারন আবুবকরকে কেউ কখনও মদ্যপান করতে দেখেনি।
No comments