অবিরাম সন্ধানে-পর্ব ১
অবিরাম সন্ধানে-পর্ব ১
দুপুর শেষ হয়ে গেছে বলা যায়। সাফা ও মারওয়া পাহাড়ে মধ্য দুপুরের রোদ খানিকটা ঘোমটা টেনে নিয়েছে। সাফা পাহাড়ের কোল ঘেঁষে একজন অশ্বারোহী এসে থামল।
তরুন আরোহী, ক্লান্ত গা এলিয়ে দিল একটা বড় মসৃন পাথরের ওপর।
আজ সারাদিন মক্কা নগরীর দক্ষিণ এলাকায় নজরদারির দায়িত্ব ছিল তার। হিলফুল ফুযুলের সদস্যরা এভাবেই নিয়মিত নজর রাখছে অসহায় মানুষকে সেবা প্রদান ও শহরের শান্তি-শৃংখলার ওপর।
No comments