অবিরাম সন্ধানে-শেষ পর্ব
অবিরাম সন্ধানে-শেষ পর্ব
বৃদ্ধ বললেন, বাবা আল্লাহর কসম আমার সন্ধানে এই ধর্মের কোন ব্যক্তির কথা আমার জানা নেই। তবে শুনো একজন নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে। তিনি ইবরাহিমের খাঁটি ধর্ম নিয়ে প্রেরিত হবেন। তাঁর আবির্ভাব হবে আরব দেশে। দুই মরুর মাঝে খেজুর বাগানপূর্ণ এক জায়গায় তিনি হিজরত করবেন। তাঁর নিদর্শন সমূহ হবে সুস্পষ্ট। তিনি উপহার নেবেন কিন্তু সাদাকা গ্রহণ করবেন না। তাঁর দুই কাঁধের মাঝখানে নবুয়াতের মোহর থাকবে। সম্ভব হলে তুমি সেদেশে চলে যেও।
এর কয়েক মুহূর্ত পরেইদুনিয়া ছেড়ে চলে গেলেন সাধক।
No comments