আপোস জাহানারার কোলের ওপর পড়ে আছে মহাশ্মশান কাব্য আর প্রবাসী পত্রিকাটা। এম সি সরকার জুয়েলারীর বিজ্ঞাপনের নেকলেসটার দিকে দৃষ্টি আটকে থাকে তার। অবিকল তার বিয়ের হারটার মতই। সে নেকলেস হয়তো জীবনে আর কোনদিনই পরবে না সে।
No comments