এসো কবি
শব্দ-ঠিকাদারদের অপশব্দের দূষণে
স্বেচ্ছাবন্দীত্বে ছিলেন কবি একদিন।
অ-কবিরা মঞ্চ কাঁপিয়েছে
‘স্বাধীনতা আমি’ ‘চেতনা আমি’ উল্লম্ফনে।
কষ্টের হাসি ঠোঁট প্রসারিত করে
বাণিজ্য বেসাতি কবিতায়, চেতনায়।
বিবেক বিক্রির এতো ব্যবসা
পৃথিবীর কোথাও হয়নি আর;
অন্ধকারের শব্দে মালা গাঁথে
No comments