ফিরে আসা ফিরে যাওয়া
ফিরে আসা ফিরে যাওয়া
আজকেও ল্যাব কপিটা ফেয়ার করে জমা দেয়া হলো না রিমার। লিখতে বসার মতো একটু জায়গা বা পরিবেশ কোনটাই মিলেনি গত তিন-চার দিনে। সারাদিনের ক্লাশ শেষে ক্লান্তিতে ভেঙে পড়েছে শরীর।
বাসায় ফেরার কথা মনে হতেই ক্লান্তিটা আরো ভারী হয়ে উঠেছে ওর জন্যে। অবশ্য বাসা না ভাবাই ভালো। সত্যিই তো, ওটা ওর বাসা না, আশ্রয়। আত্মীয়ের হলেও কথা ছিল- একেবারেই অনাত্মীয়ের আশ্রয়। নেত্রকোনায় ওর কলেজের ম্যাথ চিটার জামান স্যারের ছাত্র, ওদের পাশের গ্রামের ফারুক ভাই’র বাসা।
আজকেও ল্যাব কপিটা ফেয়ার করে জমা দেয়া হলো না রিমার। লিখতে বসার মতো একটু জায়গা বা পরিবেশ কোনটাই মিলেনি গত তিন-চার দিনে। সারাদিনের ক্লাশ শেষে ক্লান্তিতে ভেঙে পড়েছে শরীর।
বাসায় ফেরার কথা মনে হতেই ক্লান্তিটা আরো ভারী হয়ে উঠেছে ওর জন্যে। অবশ্য বাসা না ভাবাই ভালো। সত্যিই তো, ওটা ওর বাসা না, আশ্রয়। আত্মীয়ের হলেও কথা ছিল- একেবারেই অনাত্মীয়ের আশ্রয়। নেত্রকোনায় ওর কলেজের ম্যাথ চিটার জামান স্যারের ছাত্র, ওদের পাশের গ্রামের ফারুক ভাই’র বাসা।
No comments