Header Ads

সীমাবদ্ধতা-ও-মুক্তি

সীমাবদ্ধতা-ও-মুক্তি
বিগত পঞ্চাশ বছরে সভ্যতা রাষ্ট্র ও সমাজ কাঠামোয় ঘটেছে কিছু দ্রুত পরিবর্তন ।এমনকি আজকের পৃথিবীকে যুগের ছকে ফেলে আলোচনা করাও কঠিন ।একশ বছরতো দুরের কথা পঞ্চাশ বছর আগেও আকাশের বিমান নয়, জলের জাহাজই ছিল দূর পথের প্রধান বাহন ।

এমনকি পারসোনাল কম্পিউটার এবং মুঠো ফোন সহজলভ্য হওয়ার বয়সও দু’ দশকের বেশী না। মাত্র ১৯৮২ সালে টাইম ম্যাগজিন মেশিন অব দ্যা ইয়ার ঘোষণা করেছিল পারসোনাল কম্পিউটারকে।

No comments

Powered by Blogger.