Header Ads

রমিজা

রমিজা
পিঠের ঝোলাটা আইল্যান্ডের ওপর নামিয়ে রেখে বাচ্চাদের স্কুলটার পাশে এসে বসে রমিজা ।
আজিজ মার্কেটের পরে পাওয়ার ষ্টেশনের রাস্তাটায় বিশ -পঁচিশটা শিশুর কলকাকলিতে মুখরিত স্কুলটা। রাস্তার পশ্চিম পাশের একটা অংশে দড়ি টেনে ঘন্টা দুয়েকের জন্য টানা হয়েছে স্কুলের সীমানা ।

আইল্যান্ডের গাছের সাথে হেলান দিয়ে বসে রমিজা দুলে দুলে পড়তে থাকে বাচ্চাদের সাথে ।
আমি হব সকাল বেলার পাখি/ সবার অগে কুসুম বাগে উঠব আমি ডাকি

No comments

Powered by Blogger.